
‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৪’ উপলক্ষ্যে মানববন্ধন, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)। “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, বর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” উপপাদ্যকে সামনে রেখে ঢাকা্র জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আয়োজনে গার্মেন্ট কর্মী, শ্রমিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে অংশগ্রহণ করেন। মানবন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সুরক্ষার জন্য ‘জাস্ট ট্রানজিশন’ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের শ্রমিকরা কারখানার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছেন না, ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
অন্যদিকে, নতুন প্রযুক্তির আগমন এবং অটোমেশনের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে শ্রমিকরা চাকুরিচ্যুত হতে বাধ্য হচ্ছেন। তাই বাংলাদেশে “জাস্ট ট্রানজিশন” বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।
ইতিমধ্যে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ‘জাস্ট ট্রানজিশন’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শ্রমিকের সক্ষমতা উন্নয়নের উদ্দেশ্যে স্টেকহোল্ডারদের সাথে সামাজিক সংলাপ পরিচালনা করে আসন্ন চ্যালেঞ্জগুলির মোকাবিলায় একটি কৌশলগত লক্ষ্য নির্ধারণ করছে।