Just Transition Bangladesh

বাংলাদেশে ন্যায্য পরিবর্তন ও ট্রেড ইউনিয়নের ভূমিকা সম্পর্কিত আলোচনা

Towards a Just Transition of the Apparel Sector of Bangladesh: Addressing the Need for Skill Development

জাতীয় পর্যায়ের গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া, ফুটওয়্যার, কেমিক্যাল, মেটাল, অন্যান্য শিল্পের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে ‘জাস্ট ট্রানজিশন’ বিষয়ক সংলাপের আয়োজন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)। ঢাকায় আয়জিত এই আলোচনা সভায় সুশীল সমাজে সংগঠন ও উন্নয়ন সংস্থার অংশীদাররাও উপস্থিত ছিলেন। সংলাপে ‘ট্রানজিশন ও বাংলাদেশ প্রেক্ষাপট ‘সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন বিএলএফ এর প্রোগ্রাম অফিসার শওকত আহমেদ। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন: নাজমা আকতার, নির্বাহী পরিচালক, আওয়াজ ফাউন্ডেশন; তোহিদুর রহমান, বাংলাদেশ পোশাক শ্রমিক ফেডারেশন; বাবুল আক্তার, বাংলাদেশ গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন; সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; নুরুল ইসলাম, ইউনাইটেড ফেডারেশন অব ওয়ার্কার্স; কামরুল হাসান, আকোটা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; নইমুর রহমান জুয়েল, এসকোপ; চায়না রহমান, ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিল; মো. তাহেরুল ইসলাম, দ্য এশিয়া ফাউন্ডেশন; ফিরোজ আলম, জিআইজেড বাংলাদেশ; আবিল বিন আমিন, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ।

অংশগ্রহণকারীরা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সকল স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন। তারা জানান, জাস্ট ট্রানজিশন ভিত্তিক পরিবর্তন বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজকে অন্তর্ভূক্ত করা উচিত। একই সাথে সঠিক ব্যবস্থাপনার জন্য জাতীয় পর্যায়ের ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম গঠন করা প্রয়োজন।

জাস্ট ট্রানজিশন সম্পর্কে স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন। বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার্থে আগামীতেও ধারাবাহিকভাবে স্টেকহোল্ডারদের সাথে সংলাপের আয়োজন করবে বিএলএফ।

সম্পর্কিত সংবাদ ও ঘটনাবলী

Scroll to Top